UsharAlo logo
রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় আহত ১৩

koushikkln
আগস্ট ২১, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে লস্কর ইউনিয়নের খড়িয়া ঠাকুরনবাড়ি চক এলাকায় ঘটে।

এলাকাবাসী ও আহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ঠাকুরনবাড়ি চক এলাকার রঞ্জিত সরদার ও কুঞ্জ সরদার গংদের সাথে মোজাম কাগজী ও মজিদ কাগজী গংদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন মোজাম-মজিদ গংরা রঞ্জিত-কুঞ্জ গংদের ভোগ দখলে থাকা বিরোধ পূর্ণ জমি দখল করার চেষ্টা করলে এ কাজে বাঁধা দিলে প্রতিপক্ষরা হামলা ও মারপিট করে রঞ্জিত গংদের কমপক্ষে ১৩ জনকে আহত করে।

আহতরা হলেন, ঠাকুরনবাড়ীর কুঞ্জু সরদার (৬০) জয়ন্তী সরদার (৫২) মঙ্গল সানা (৫০) যমুনা সানা(৩৫), প্রভাষ সানা (৪২), রনজিৎ সরদার (৫৫) কলেজ ছাত্রী চুম্কি সানা(১৮) লতা সরদার (১৮), রামপ্রসাদ সরদার (৪০), শ্যামলী (৩৫), পারুল (৫৫), বিশ্বনাথ সানা (৪৫), ব্রজেন সরদার (৩৫) সহ আরো অনেকে। থানার ওসি মোঃ জিয়াউর রহমান জিয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।