ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ যুব ইউনিয়ন, খুলনা জেলা কমিটির দ্বাদশ সম্মেলন বাস্তবায়নের লক্ষে এক কর্মিসভা রবিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হয়।
জেলা যুব ইউনিয়নের সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে ও সহ-সভাপতি ধীমান বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জ্বল পাল, আজিজুল ইসলাম, প্লাবন পাল বাধন, শাহ অহিদুজ্জামান জাহাঙ্গীর, জামাল হোসেন, সুকলাল বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, শ্যামল কুমার দাস, রাজন ফকির, রামপ্রসাদ রায়, শৈশব কান্তি রায়, এড. ত্রিদীপ কুমার ম-ল, ভবেশ চন্দ্র রায়, হরষিৎ ম-ল, মিঠুন ম-ল, ফেরদৌস সানা, মৌফারসের আলম লেনিন, উত্তম রপ্তান, শঙ্কর ম-ল, উৎপল বিশ্বাস, সাখাওয়াৎ হোসেন বিপ্লব, লিটন গোলদার, হাফিজুল ইসলাম, চিরঞ্জীব ম-ল, সমীর সরকার প্রমুখ।
সভায় খুলনা জেলা কমিটির দ্বাদশ সম্মেলন বাস্তবায়নের লক্ষে জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালীকে চেয়ারম্যান, ধীমান বিশ্বাসকে আহ্বায়ক, উজ্জ্বল পাল, আজিজুল ইসলাম, শৈশব কান্তি রায়, শাহ অহিদুজ্জামান জাহাঙ্গীর, লিটন গোলদার, সমীর সরকারকে যুগ্ম আহ্বায়ক ও মৌফারসের আলম লেনিনকে সদস্য সচিব করে ৫১ সদস্য প্রস্তুতি কমিটি গঠিত হয়।