UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দরে মেট্রোরেলের একাদশ চালান

pial
আগস্ট ২২, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : মেট্রোরেলের একাদশ চালানের আরও ৮ কোচ ও ৪ ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে “এমভি হোসি ক্রাউন”।

সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিদেশী বাণিজ্যিক পানামা পতাকাবাহী জাহাজ ‘এম ভি হোসি ক্রাউন’ ৮টি কোচ ও ৪টি ইঞ্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য নিয়ে বন্দর জেটিতে ভিড়েছে। জাহাজটি গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, দুপুর নাগাদ জাহাজ থেকে মালামাল নামানোর কাজ শুরু করা হয়। মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে। পণ্য খালাস শেষে জাহাজটি মঙ্গলবার (২৩ আগস্ট) বন্দর ত্যাগ করবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪টি ইঞ্জিন এসেছে।

(ঊষার আলো-এফএসপি)