ঊষার আলো প্রতিবেদক : র্যাব-৬, সদর কোম্পানি, খুলনার একটি আভিযানিক দল খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ৩০জনকে সাজা দিয়েছে জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোশতাক আহমদ তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে বলেন, স্বাস্থ্যসেবা আমাদের একটি মৌলিক চাহিদা। নাগরিক তার স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। স্বাস্থ্যসেবা যখন পাল্টে যাচ্ছিল তখনও দালাল চক্র নাগরিকের গৃহীত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করার পায়তারা করছিল। হাসপাতাল ও ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বড় পরিসরে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩৪ জনকে আটক করা হয়।
তিনি বলেন. সংঘবদ্ধ দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের হাসাপাতালে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহনের সুযোগ করে দেওয়ার নাম করে এবং সেই সাথে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের সাথে যোগসাজসের মাধ্যমে সাধারণ রোগীদের সরকারী চিকিৎসা সেবা হতে বঞ্চিত করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি সোমবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী জেলা প্রশাসকের কার্যালয় খুলনা এর সহযোগীতায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় দালাল চক্রের ৩০ জন সদস্যকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। এদের মধ্যে দন্ডবিধি-১৮৬০ এর ২৯১ ধারা মোতাবেক ১। শাহিনা (৩২), ২। মোঃ সোহেল (২৫), ৩। মোঃ বাবুল হাসান (২০), ৪। সুমন কান্তি মন্ডল (৩২), ৫। সেলিম রেজা (২৮)দের প্রত্যেককে ৫০০০/- টাকা করে, ৬। সুব্রত কুমার দে (৩০) কে ৩০০০/- টাকা, ৭। মোঃ মাহাদী হাসান (২৩), ৮। মোঃ মঈন (২৪), ৯। গোবিন্দ ঘোষ (২৮), ১০। হযরত আলী (২৬), ১১। মোঃ সাদ্দাম হোসেন (২৮), ১২। মশিউর রহমান (৩২), ১৩। মশিউর রহমান (৩৫), ১৪। শেখ নজরুল ইসলাম (৬৫) ১৫। লিটন দাশ (৪১) দের প্রত্যেককে ২০০০ টাকা করে সর্বমোট ৪৬,০০০/- টাকা অর্থদন্ড এবং ১। আসমা (৩০) কে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড, ২। মোঃ দিপু শেখ (৩৫) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৩। উজ্জল (৩৮) কে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৪। ইমরান হাওলাদার (৩২) কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৫। সাব্বির রহমান (২১) কে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৬। আজমিরা (৫৫) কে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৭। কাফিকুল ইসলাম (২০) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৮। তাপস সরকার (২৬) কে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৯। সোনিয়া (৩৫) কে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১০। শ্রী রবিন চন্দ্র বিশ্বাস (৩৬) কে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১১। মোঃ বশির হাওলাদার (২৭) কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১২। বিলকিস (৪০) কে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৩। আবির রায় (১৮) কে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৪। মোঃ টগর গাজী (২৪) কে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৫। মোঃ সোহেল (৩৮) কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
তিনি জানান, জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তিরা তাৎক্ষনিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয় এবং সাজা প্রাপ্ত আসামীদের সরাসরি খুলনা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।