UsharAlo logo
বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার যুবদলের কর্মীসভা সফলের প্রস্তুতি সভা

koushikkln
আগস্ট ২৪, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার উদ্যোগে আগামী শুক্রবার (২৬ আগস্ট) সকাল দশটায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে “কর্মীসভা” সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা খুলনা মহানগর যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহবুব হাসান পিয়ারু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় ৬নং কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সভায় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরি সাগর আসন্ন কর্মীসভায় করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সাইফুল ইসলাম সান্টু ও আব্দুল আজিজ সুমনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজি নেহিবুল হাসান নেহিম, মেহেদী মাসুদ সেন্টু, মো: শাকির হোসেন, জাকির ইকবাল বাপ্পি, ফজলে বারী লিপন, আসাদুজ্জামান আসাদ, মঞ্জুরুল আলম সৌরভ, আলতাফ হোসেন, মাহাবুব হাসান বাবুল, খান ইমরান আহমেদ, গাজী সালাউদ্দিন, নাজমুল হাসান নাসিম, হারুন-অর-রশিদ মাসুম, মনিরুজ্জামান মনি, আমিন হোসেন মিঠু, জিএম তারেক, সাইফুল ইসলাম, এম এম জসিম, আল মামুন জুয়েল, শফিকুল ইসলাম শাহিন, সেলিম হোসেন, মাইনুদ্দিন নয়ন, জসীমউদ্দীন ডেবিট,মাহবুবুর রহমান মাহবুব, আলমগীর তালুকদার, খোরশেদ জাহান রানা,মহিবুল্লাহ, মিজানুর রহমান বাবু, ফারুক খান, শরিফুল ইসলাম অসীম, সোহেল রানা, ইয়ারুল ইসলাম সবুজ, ইসমাইল হোসেন বাদল, নাজমুল হোসেন বাবু, রুহুল আমিন, মিজানুর রহমান, সোহরাব হোসেন, আতিয়ার রহমান,মো: রাজু আহমেদ, শেখ ফিরোজ,মহাসিন খোন্দকার, রুবেল জমাদ্দার প্রমুখ নেতৃবৃন্দসহ সকল থানা ও ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ২৬ আগস্ট শুক্রবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিতব্য খুলনা মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু ও বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুল মোনায়েম মুন্না। উক্ত কর্মী-সভায় মহানগরীর অন্তর্গত সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়নের নেতা-কর্মীদের নির্ধারিত সময়ে সভাস্থলে উপস্থিত হয়ে কর্মী-সভাকে আলোকিত করতে আহ্বান জানিয়েছেন মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু।

ঊআ/বিএস