ঊষার আলো প্রতিবেদক : জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে খুলনার দৌলতপুর থানাধীন আঞ্জুমান মসজিদ রোডস্থ আসামী মোঃ আরিফুজ্জামান রুপম(৩৩)কে ১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রূপম শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের মেঝ বোন নার্গিস বেগমের ছেলে।
বুধবার (২৪ আগস্ট) বিকেলে আঞ্জুমান রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তফা ঘটনাস্থলে আসামীকে পাঁচ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দন্ড প্রদান করেন। গ্রেফতারের সময় রূপম মাদক লুকানোর জন্য তার পাশের বাড়ির ছাদে ফেলে দেয়। যদিও পরে উদ্ধার টিম তল্লাশি করে মাদক উদ্ধার করতে সক্ষম হয়। সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছে। প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় তার অপকর্মের বিরুদ্ধে কেউ টু শব্দটি করতে সাহস পায় না। গ্রেফতারকৃত রূপম আঞ্জুমান মসজিদ রোড এলাকার বাসিন্দা শেখ কামাল উদ্দীনের ছেলে।
খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, রূপমের বিরুদ্ধে আরো মাদক মামলা রয়েছে।