ঊষার আলো ডেস্ক : খুলনার পাইকগাছায় দলিত সম্প্রদায়ের মেধাবি ছেলে কৃষ্ণ রায়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পুরণ করলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। কৃষ্ণ পাইকগাছা উপজেলার কাঠিপাড়া গ্রামের হতদরিদ্র শ্রীপদ রায়ের ছেলে। প্রতিবন্ধী মায়ের একমাত্র সন্তান কৃষ্ণের খুব ইচ্ছা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে বড় কোন অফিসার হওয়ার। কিন্তু সাধ আছে সাধ্য নেই। তার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অবশেষে সে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বলে সে জানায়। একারণে সে সাহায্যের জন্য দ্বারস্থ হয় খুলনা-৬ আসনের সংসদ সদস্যের।
গত মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে এমপি আক্তারুজ্জামান বাবু কৃষ্ণকে ভর্তির জন্য নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, সাবেক ছাত্রনেতা শেখ ফরহাদুজ্জামান তুষার, যুবনেতা এমএম আজিজুল হাকিম। এব্যাপারে কৃষ্ণ জানায়, এমপি মহোদয়ের আর্থিক সহায়তা পেয়ে সে গর্বিত। সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, অর্থের অভাবে কোন মেধাবি শিক্ষার্থীর শিক্ষা জীবন নষ্ট হতে দিতে পারিনা। এজন্য আমার দিক দিয়ে যতটুকু সম্ভব সেটুকু করার চেষ্টা করব।