UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিঘলিয়ায় বিএনপির নেতাদেও ওপর হামলা : খায়রুলসহ আহত ৯

koushikkln
আগস্ট ২৫, ২০২২ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দিঘলিয়া উপজেলা বিএনপি’র সমাবেশ থেকে ফেরার পথে নগরঘাট এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত হামলায় জেলা বিএনপি’র অন্যতম যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলামসহ ৯জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। কতিপয় পুলিশ সদস্য এসব সন্ত্রাসীদের সহায়তা করেছে। উল্টো দিঘলিয়া উপজেলা যুবদলের আহবায়ক কুদরতে ইলাহী স্পীকার ও জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নাসিম আহমেদ নাসিমকে আটক করেছে পুলিশ। অবিলম্বে হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতকরণ, আটককৃত নিরীহ যুবদল-ছাত্রদল নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে তাৎক্ষনিক প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন নেতৃবৃন্দ। প্রেসব্রিফিংয়ে বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জ্বালানী তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সীমাহীন বৃদ্ধির প্রতিবাদে দিঘলিয়ার পথেরবাজার নূর চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হবার কথা ছিল। কিন্তু আওয়ামী যুবলীগ রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে একই সময়ে ওইস্থানে কর্মসূচির কথা জানিয়ে থানায় লিখিত দেয়। পরে বিএনপির সমাবেশ স্থান পরিবর্তন করেছি। সমাবেশ শুরু পূর্ব থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড থেকে মিছিল-মিছিলে সমাবেশস্থল লুৎফরের বটতলায় ব্যাপক জনস্রোতের সৃষ্টি হয়। এই জনস্রোত ঠেকাতে কতিপয় পুলিশ সদস্যের সহায়তায় যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা মোটরসাইকেল মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করে। বিভিন্ন স্থানে অতর্কিত হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করে। দিঘলিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম, যুবলীগের সদস্য হাবিবুর রহমান তারেকসহ ৩০/৪০জন সন্ত্রাসী রামদা, চাপাতি, আগ্নেয়াস্ত্রসহ সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের মিছিলেও হামলা করে প্রায় ৯জন নেতাকর্মীকে আহত করেছে। ভয়-ভীতি উপেক্ষা করে তবুও অনঢ় থেকে সমাবেশ সফল করে খুলনার উদ্দেশে ফেরার পথে নগরঘাট ফেরীঘাটে খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দের উপর অতর্কিত হামলা চালায় যুবলীগ-ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা। এতে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল­া খায়রুল ইসলাম, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক কাকন, সদস্য ইব্রাহিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পুলিশ উল্টো দিঘলিয়া উপজেলা যুবলীগের আহবায়ক কুদরতে ইলাহী স্পীকার ও জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক নাসিম আহমেদ নাসিমকে আটক করেছে। শুধু দিঘলিয়াতে নয়, প্রত্যেকটি উপজেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ পন্ড করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ পায়তারা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আজ শুধু বিএনপি নয়, পুরো দেশ-জাতি আজ সংকটে। দেশের এই ক্রান্তিকালে রাজনৈতিক সহাবস্থানে আওয়ামী লীগের প্রতি উদ্যত্ব আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল।

প্রেস ব্রিফিংয়ে সার্বিক বিষয়ে তুলে ধরেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। প্রেসব্রিফিং পরিচালনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, মোস্তফাউল বারী লাভলু, এনামুল হক সজল, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, কেএম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, এহতেশামুল হক শাওন, আনিছুর রহমান, এ্যাড. তৌহিদুর রহমান তুষার, মূর্শিদুর রহমান লিটন, নাজমুর সাকির, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, রফিকুল ইসলাম বাবু, শেখ জামাল উদ্দিন, মোল­া ফরিদ আহমেদ, শাসুল বারিক পান্না, তারিকুল ইসলাম, খন্দকার হানিসুল ইসলাম নিক, উজ্জল কুমার সাহা, মোঃ মুজিবুর রহমান, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, ইসতিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ্বাস ও সজীব তালুকদার প্রমুখ।