UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পুলিশের গুলিতে বাঁশখালীতে শ্রমিক হত্যায় শ্রমিক ফেডারেশন খুলনার নিন্দা ও প্রতিবাদ

usharalodesk
এপ্রিল ১৯, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীতে ১৭ এপ্রিল শনিবার সকালে বকেয়া বেতন পরিশোধ, কর্মঘণ্টা কমানোসহ বিভিন্ন দাবীতে আন্দোলনরত শ্রমিকদের উপর মালিকপক্ষের প্ররোচনায় পুলিশ গুলিবর্ষণ করে ৫ শ্রমিক হত্যা ও অসংখ্য শ্রমিক আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এ ন্যাক্কারজনক তদন্তপূর্বক খুনিদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান এবং নিহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, আহতের চিকিৎসা ও পুনর্বাসন, রমজান মাসে বিকেল ৫টার মধ্যে ছুটি, ইফতারের জন্য অর্থ বরাদ্দ, প্রতি মাসের বেতন ৫-১০ তারিখের মধ্যে প্রদান, যখন তখন ছাঁটাই বন্ধ এবং আইন অনুয়ায়ী ছাঁটাইকৃত শ্রমিকদের সমুদয় পাওনা পরিশোধসহ শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবী বাস্তবায়নের দাবী জানান। নেতৃবৃন্দ বলেন, ২০১৬ সালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে জনগণের জমি অবৈধভাবে অধিগ্রহণকালে জনগণের উপর গুলি চালিয়ে ৪ জনকে হত্যা ও অসংখ্য মানুষকে আহত করা হয়। কিন্তু দুঃখের বিষয় অদ্যাবধিও ঐ ঘটনার কোনো বিচার হয়নি। বিবৃতি প্রদান করেছেন কেন্দ্রীয় আহবায়ক মোজাম্মেল হক খান, যুগ্ম আহবায়ক মোঃ নাজিম উদ্দীন, সৈয়দ মনজুরুর রহমান, জাকির হোসেন, মজিবুর রহমান মন্টু প্রমুখ।

(ঊষার আলো-আরএম)