UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৭৫ খুনিচক্র স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে নিচিহ্ন করতে চেয়েছিল : শেখ হারুন

koushikkln
আগস্ট ২৫, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গভীর শ্রদ্ধা ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বৃহস্পতিবার (২৫ আগস্ট) বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭৫ এর ১৫ই আগস্ট খুনিচক্র শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই হত্যা করতে চায়নি, তারা চেয়েছিল স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে নিচিহ্ন করতে।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মশিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, এ্যাড.নিমাই চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, বুলু রায় গাঙ্গুলী, মোঃ জামিল খান, দিলিপ হালদার, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, শেখ রাসেল কবির। এছাড়াও শোকসভা শেষে খাবার বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ হাদীউজ্জামান হাদী, মোঃ শাহাবুদ্দিন , মোঃ মিজানুর রহমান বাবু, মোঃ মুসা হোসেন, বিধান চন্দ্র রায়, মোঃ খলিলুর রহমান, ছাত্রনেতা আমিরুল মোমেনীন রানা, চিশতি নাজমুল বাসার, আহসান আহমেদ পাভেল, ইসমাইলমৃধা ইমন, মোঃ কামরুল ইসলাম, মোঃ কেসমত আলী, মোঃ আমিরুল ইসলাম, মোঃ মোক্তার হোসেন প্রমুখ।