ঊষার আলো ডেস্ক : ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বেজেরডাঙ্গা আওয়ামী লীগ অফিস সংলগ্ন চত্তরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (২৬ আগস্ট) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোল্যা আলী আজম মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একই সুত্রে গাঁথা। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা চিন্তাই করা যায় না। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু বাঙ্গালীর হৃদয়ে বেঁচে থাকবে। যুবলীগ নেতা শেখ মনিরুল ইসলাম ও শেখ আসলাম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড.তারিক হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ জামিল খান, আওয়ামী লীগ নেতা কাজী আশরাফ হোসেন আশু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃণাল হাজরা, আবু তাহের রিপন, কে এম জিয়া হাসান তুহিন, সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, ইউপি চেয়ারম্যান শরীফ মোঃশিপলু ভূইয়া, ইসমাইল হোসেন মোল্যা বাবলু, মোল্যা সাইদুর ইসলাম, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, উদয় কুন্ডু, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, আশরাফুল আলম কচি, মোঃ রবিউল ইসলাম, শেখ মাসুদ পারভেজ, সঞ্জিত বসু, সামসুন্নাহার, রেকসোনা আজম, মেহেদী আনাম রঞ্জু, মোঃ সোহাগ মোল্যা, তুষার, মশিউর, মেহেদী হাসান, চিশতি নাজমুল বাসার, মইনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেন, ইসমাইল মৃধা ইমন, হাসিব রায়হান, বাধন মিরাজুল প্রমুখ।