UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সেনাবাহিনীতে চাকুরির নামে প্রতারণা: আটক ১

koushikkln
আগস্ট ২৭, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে খুলনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)- ৬ সদস্যরা মো. নুর ইসলাম (৪৬) নামে একজনকে আটক করেছে। এ সময় তাঁর কাছ থেকে সেনাবাহিনীর চাকরির ভূয়া দুটি নিয়োগপত্র একটি চেকের পাতা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক নুর ইসলাম ডুমুরিয়া উপজেলার বাসিন্দা।

শনিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় চাকরি দেয়ার নামে একজন প্রতারক বিভিন্ন ব্যক্তির নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে ও বেশ কিছু ভূয়া নিয়োগপত্র ভুক্তভোগীদের প্রদান করেন। শুক্রবার (২৬ আগস্ট) রাতে তারা অপরাধীদের আটকে অভিযান চালিয়ে আটক করে। পরে এ ঘটনায় মামলা দায়ের করে ডুমুরিয়া থানায় সোপর্দ করে।