তেরখাদা প্রতিনিধি: সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কৃষক-কৃষাণীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষকলীগের আয়োজনে সোমবার (২৯ আগস্ট) বিকাল চারটার সময় উপজেলা পরিষদের অডিটরিয়ামে ে উপজেলা কৃষক লীগের সভাপতি এস এম নাজমুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াসুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মানিকুজ্জামান অশোক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফত হোসেন মুক্তি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান মনা, মোঃ সোহেল রানা,আব্বাস মোল্লা,মোঃ লাবলু ফকির, নাসের শেখ,হামিদ শিকদার,কাইয়ুম শেখ, আলমগীর মোল্লা, শেখ ইসমাইল হোসেন, বোরহান উদ্দিন তরফদার, আশরাফুল ইসলাম বাবুল, কামাল কাজী,রাসেল আহমেদ, লাভলু সর্দার, জাহিদুল মল্লিক, হবি মোল্লা,কালু মোল্লা, গোলাম রসুল, জলিল মৃধা,মাহবুব শেখ,রেখা বেগম, হাসি বিশ্বাস,শাহিনুর,মারুফা,পাখি রানী বিশ্বাস, রেজাউল মোল্লা, মূশা কাজী,মনির,রেজাউল ফকির,মেরাজ মোল্লা, ইবরান চৌহদ্দি সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার রুহের মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কৃষক লীগ নেতা শেখ ইসমাইল হোসেন।