পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে দেশের মানুষ আজ দিশেহারা। মানুষ এখন আর আওয়ামী লীগের উন্নয়নের শ্লোগান শুনতে চাই না, শ্লোগানে এখন মানুষের পেট ভরে না। জাপানেতা মধু বলেন, আওয়ামী লীগ টানা তিনবার ক্ষমতায় থাকায় মন্ত্রী, এমপি আর দলীয় নেতাকর্মীদের উন্নয়ন হয়েছে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।
তিনি বলেন, ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকলে কখনো দেশের উন্নয়ন করা যায় না। এ জন্য দরকার জনগণের ভোটের সরকার। আওয়ামী লীগ দেশ সামাল দিতে পারছে না উল্লেখ করে জাপার কেন্দ্রীয় এ নেতা বলেন জাতীয় পার্টি প্রশাসনকে বিকেন্দ্রীয়করণ করার মাধ্যমে ৬৮ হাজার গ্রামের উন্নয়ন করেছে। জাতীয় পার্টির সময় দেশের মানুষ শান্তিতে ছিল। চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। এ সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। উন্নয়নের নামে লুটপাট করছে। ইভিএম এর মাধ্যমে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় থাকার কৌশল অবলম্বন করছে। দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ এবং বিএনপিকে চাই না। দেশের জনগণ আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চাই।
তিনি সোমবার (২৯ আগস্ট) বিকালে পাইকগাছা পৌরসভা মাঠে উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টি আয়োজিত চাল, ডাল, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাপা’র সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জাপা’র কেন্দ্রীয় সদস্য ডাঃ সৈয়দ আবুল কাশেম, মোস্তফা শফিকুল ইসলাম, উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক শামছুল হুদা খোকন, পৌর সভাপতি গাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। উপজেলা জাপা’র যুগ্ম-সম্পাদক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জাপানেতা ফরিদ আহমেদ, শেখ আব্দুল আজিজ, আব্দুর রহিম, খায়রুল ইসলাম, মাসুদুর রহমান সহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।