ঊষার আলো প্রতিবেদক : নগরীর ফেরিঘাট মাদক প্রতিরোধ কমিটির নেতা ফারুকুল ইসলাম ওরফে ফারুখ মোল্লা(৬০) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে ফেরিঘাট আনসার গলিতে এf ঘটনা ঘটে।
তবে ভিকটিম ফারুখ মোল্লার অভিযোগ, চলমান দ্ব›দ্বকে পুজি করে টিনাবস্তি থেকে বিতাড়িত মাদক বিক্রেতারা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে।
তিনি জানান, লাভলু শরীফের ছোট ভাইয়ের পরিবারের দ্ব›দ্ব নিরসনে তিনি চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া এলাকার দোকান ঘরে তালা মারা নিয়ে রানা নামের এক ব্যক্তি সাথে দ্ব›দ্ব হয় লাভলু শরীফের। রবিবার এশা নামাজের পর তাদের মধ্যে চলমান দ্ব›দ্ব সংঘর্ষে রূপ নেয়। তিনি খবর পেয়ে সংঘর্ষ নিরসন করতে ঘটনাস্থলে যান। তিনি উভয় পক্ষের সাথে কথা বলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে একদল যুবক তার ওপর হামলা করে। তাদের হামলায় তার মাথা ফেটে যায়। প্রচুর রক্ত ক্ষরণ হয়। তাকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভিকটিম ফারুখ মোল্লা বাদী হয়ে ৮/১০ জনকে আসামী করে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বলে ওসি মমতাজুল হক জানান।