পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় সোমবার (২৯ আগস্ট) সকালে উপজেলার দেলুটী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের ১ ও ৪নং ওয়ার্ডের ২৪৫ জন প্রশিক্ষণ প্রাপ্ত উপকারভোগী প্রত্যেক নারীদের মাঝে ৪ হাজার ৫শ টাকা প্রদান করা হয়।
ইউপি সদস্য সুকুমার কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল, রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক জাহিদ হোসেন তালুকদার, শাহিনুর রহমান, রেবেকা সুলতানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, আমেরিকান রেডক্রস সোসাইটির সিনিয়র টেকনিক্যাল অফিসার মামুনুর রশীদ, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রোগ্রাম অফিসার মনিরুল ইসলাম, ইউএলও তরিকুল ইসলাম, মনিটরিং অফিসার লিয়াকত হোসেন, পিও জহিরুল ইসলাম, সহকারী প্রোগ্রাম অফিসার শাহাদাৎ হোসেন রানা, সাবেক প্রধান শিক্ষক মনোজ কুমার রায়, প্রধান শিক্ষক সুব্রত কুমার সানা, নিলিমা বাছাড়, ইউপি সদস্য কিংশুক রায়, রিংকু রায়, বদিয়ার হোসেন, বিনতা রানী সরকার, ল²ী রানী সরকার ও সিপিপি উপজেলা টিম লিডার আব্দুল্লাহ আল মামুন।