UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পরিকল্পনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে : বিভাগীয় কমিশনার

koushikkln
আগস্ট ৩১, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: সড়কে আর মৃত্যু দেখতে চাই না। এজন্য সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে খুলনা সার্কিট হাউজে সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।

তিনি আরও বলেন, আর সময়ক্ষেপণ নয় বরং সড়ককে নিরাপদ করতে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়ক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নসহ আইন প্রয়োগে আরো কঠোর হতে হবে। সাথে সাথে সচেতনামূলক ক্যাম্পেইন করাতে হবে। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পারলে দুর্ঘটনার হার যেমন কমবে, তেমনি দেশে আহত ও পঙ্গু মানুষের সংখ্যা কমে আসবে। সড়ক দুর্ঘটনার মতো অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে হলে সবার আগে চাই সদিচ্ছা। সর্বোপরি চালক, মালিক, শ্রমিক ও যাত্রী সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

সড়ক দুর্ঘটনা রোধের উপায় হিসেবে গবেষক ও বিশেষজ্ঞদের সুপারিশ-পরামর্শগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) খুলনা বিভাগের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সার্বিক তত্ত্ববধায়নে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা রেঞ্জ ডিআইজির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আতিয়ার রহমান মিয়া, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইকবাল হোসেন, খুলনা খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের অধ্যাপক ড. তানজিল সওগাত, কেডিএর পরিকল্পনা কর্মকর্তা প্রকৌশলী তানভীর আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সড়ক ও জনপদ, এলজিইডি, হাইওয়ে পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতা এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ খুলনার পরিচালক ইঞ্জিনিয়ার মাসুদ আলম। এ সময় মূল প্রবন্ধ ও স্বচিত্র প্রতিবেদন উপস্থান করেন বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু গত ২৬ জুন হতে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। পদ্মা সেতু এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে যুগান্তরকারী ভুমিকা রাখবে এবং অর্থনীতিতে নবগতির সঞ্চার হবে। পদ্মা সেতুতে যান চলাচলের ফলে মোংলা বন্দরসহ এ অঞ্চলের মানুষের কর্মচাঞ্চল্য বেড়ে যাচ্ছে। খুলনা অঞ্চলের অনেক রুগ্ন শিল্পে নতুন গতি সঞ্চার হবে এবং নতুন নতুন শিল্প-কলকারখানা স্থাপিত হবে। ফলশ্রুতিতে এ অঞ্চলের সড়ক মহাসড়কে ভারী মোটরযযান চলাচলসহ বিভিন্ন ধরনের যানবাহনের চলাচল অনেকাংশে বেড়ে যাবে। নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে থ্রি-হুইলার, ইজি বাইক, নসিমন, করিমনসহ সকল অবৈধ যানবাহন যাতে কোনোভাবেই মহাসড়কে চলাচল করতে না পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ, লক্কর-ঝক্কর মোটরযান এবং ঝুঁকিপূর্ণভাবে (ওভার টেকিং, ওভার স্পিট, ওভার লোডিং) মোটরযান চালনাকারীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি আরোও করতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিতে জনসচেতনতা তৈরিতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।

ঊআ-বিএস