ঊষার আলো ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সকলকে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যায় আরো যতœবান হওয়ার আহবান জানিয়ে বলেন, বিশাল এই জনগোষ্ঠীর দেশে সরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন। সে কারণে ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির মাধ্যমে নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে।
সিটি মেয়র শুক্রবার (০২ সেপ্টেম্বর) ভোরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। রাইজিং সান হেলথ ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্লাব কর্তৃপক্ষ এ আলোচনা সভার আয়োজন করে। পরে তিনি নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
আলোচনা সভায় সিটি মেয়র আরো বলেন, বর্তমান সরকার সামগ্রিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিক। দক্ষতার সাথে করোনা মহামারী মোকাবেলা সেই আন্তরিকতার অনন্য উদাহরণ। কেসিসি’র স্বাস্থ্য বিভাগের মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিরোধে সারা দেশের ন্যায় খুলনা মহানগরীতেও শিশুদের ভ্যাক্সিনেশন কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের টিকা প্রদানে সচেতন করে তুলতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
ক্লাবের সভাপতি কবির হোসেন মৃধা’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে খুলনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. তারিক মাহমুদ তারা, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মফিদুল ইসলাম টুটুল, ক্লাবের সাবেক সবাপতি অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, সাবেক সভাপতি অসীম আনন্দ দাস, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মো: আব্দুল বাশার প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুশান্ত দাস।
আলোচনা শেষে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। সিটি মেয়রের নেতৃত্বে র্যালীটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জেলা পরিষদে এসে শেষ হয়।