UsharAlo logo
বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলা আ.লীগ নেতা বাচ্চুর প্রচেষ্টা : মধুপুরের দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি

koushikkln
সেপ্টেম্বর ২, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদমান দুই-গ্রæপের মধ্যে বিরোধ মীমাংসা হয়েছে। খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক তেরখাদা উপজেলা চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর প্রচেষ্টায় শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকাল চারটার সময় খুলনাস্থ্য নিজস্ব বাসভবন কার্যালয়ে বর্তমান মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মো. মোহসিন ও পরাজিত চেয়ারম্যান প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোঃ কামাল কাজী গ্রæপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ আসছিল তারই জেরে মধুপুর ইউনিয়নের কোলা, নয়া-বারাসাত, শান্তিপুর সহ বিভিন্ন এলাকায় বিগত দিনে একাধিকবার দফায় দফায় সংঘর্ষ, হামলা-পাল্টাহামলা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে উভয় পক্ষের লোকজনের বিরুদ্ধে।

এ অবস্থায় দীর্ঘদিনের বিরোধের জেরে এলাকায় নারী, পুরুষ, শিশু, শিক্ষার্থীসহ সকলের মধ্য চরম হতাশা, আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করেছিল।আর সেই চরম দুর্দশা, হতাশা উদ্বেগ-উৎকণ্ঠা থেকে মুক্তি পাওয়ার জন্য উভয় পক্ষের লোকজনকে নিয়ে শান্তিপ‚র্ণভাবে সকলে মিলেমিশে সকলের মনের রাগ, মান-অভিমান মন থেকে ঝেড়ে ফেলে একাত্মা প্রকাশ করেন। তারা এলাকায় শান্তির শৃঙ্খলা বজায় রাখতে আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মামলা প্রত্যাহার, নিষ্পত্তিসহ পরস্পর উভয়পক্ষকে সর্বাত্মক সহযোগিতা ও আগামীতে উভয়পক্ষ কোনো প্রকার সংঘাত-সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেন। তারা একজন আরেকজনকে বুকে টেনে নেন।

মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহসিনের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ মাহবুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক তেরখাদা উপজেলা চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, আজগরা ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, ি শিল্পপতি প্রফুল্ল কুমার রায়, সমাজসেবক সিকদার ওহিদুজ্জামান দুলু, আবু খায়ের, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, মোল্লা অহিদুজ্জামান ফরিদ, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, শহীদ বিশ্বাস, মোঃ ইউনুছ আলী শেখ, শিকদার আক্তার হোসেন, ইউপি সদস্য যথাক্রমে আব্দুল আজিজ, মোঃ রিপন শেখ, মোঃ সাইফুল ইসলাম, আবু সুফিয়ান মোল্লা, সাবেক ইউপি সদস্য মোঃ আফজাল শেখ, মোঃ দিদার শেখ, শেখ সৈয়দ আলীসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক রাজনৈতিক স্থানীয় জনপ্রতিনিধি।