UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাণীশান্তার তিন ফসলী কৃষি জমি রক্ষার দাবি : ওয়ার্কার্স পার্টি

koushikkln
সেপ্টেম্বর ২, ২০২২ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ শুক্রবার (০২ সপ্টেম্বর) এক বিবৃতিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তার তিন ফসলী জমিতে পশুর নদের ড্রেজিং করা মাটি ফেলার সিদ্ধান্ত প্রত্যাহার করার জোর দাবি জানিয়ে বলেন, বাণীশান্তার ৩০০ একর তিন ফসলী উর্বর কৃষিজমি ৫টি গ্রামের প্রায় ১২০০ পরিবার তাদের জীবন ও জীবিকার জন্য সম্পূর্ণরূপে নির্ভরশীল।

নেতৃবৃন্দ বলেন, আমরা মোংলা বন্দরের উন্নয়নে বিশ্বাসী, সে কারণে পশুর নদ ড্রেজিংয়ের বিপক্ষে নয়। ফসলী জমির পরিবর্তে ড্রেজিংয়ের মাটি বিকল্প জায়গা হিসেবে প্রস্তাবিত ইপিজেড এলাকা অথবা খানজাহান আলী বিমান বন্দরের প্রস্তাবিত এলাকায় ফেলা যেতে পারে। আমরা আশা করি মোংলা বন্দর কর্তৃপক্ষ বাণীশান্তার কৃষি জমি সুরক্ষিত রেখেই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে।

বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমÐলীর সদস্য যথাক্রমে কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড শেখ সেলিম আখতার স্বপন, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী মÐল, কমরেড ফারুখ মাস্টার, কমরেড সাইদুল ইসলাম, কমরেড কৃষ্ণ কান্তি ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।