ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনার শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা এককালিন পরিশোধের দাবিতে বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন রেজি নং (১০ ) এর উদ্যোগে এক জরুরী মতবিনিময় সভা রবিবার (০৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের সহ সভাপতি মোঃ নিজামউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান। মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা আলাউদ্দিন, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, কেসমত আলী, আইনউদ্দিন, বাবুল হোসেন|
সভা থেকে মহসেন জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনা এককালিন পরিশোধের দাবিতে ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় খুলনাস্থ পারহাউজ রোড সংলগ্ন মহসেন জুট মিলের মালিক এর বাসভবন ঘেরাও এবং আগামি ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে শ্রমিক জনসভার কর্মসূচি দিয়েছে শ্রমিক নেতৃবৃন্দ। এরমধ্যে দাবি পুরন না হলে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এর মাধ্যমে কঠিন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান শ্রমিক নেতারা।