UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইর্স্টানগেট বাজার বণিক সমিতিতে সভাপতি সালাম, সম্পাদক রওশন

koushikkln
সেপ্টেম্বর ৫, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : দীর্ঘ ৮ বছর পর সোমবার (০৫ সেপ্টেম্বর) সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আটরা শিল্প এলাকার ইর্ষ্টানগেট বাজার বনিক সমিতির বহুল কাঙ্খিত ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ২৫৩ জন ভোটারের মধ্যে ২৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সালাম-রওশন পরিষদ তালা প্রতীক নিয়ে পুর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।

সভাপতি পদে তালা প্রতিক নিয়ে মোঃ আঃ সালাম গাজী ১২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ মহিউদ্দিন শেখ প্রতীক কলস ১১৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এস এম রওশন আলী ১৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিকটতম প্রতিদ্ব›দ্বী এস এম চঞ্চল মাহমুদ ৭৪ ভোট পেয়েছেন।

অনান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে মোঃ মকবুল মোড়ল ও মোঃ আঃ রহমান ফারাজী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলিম গাজী ও মোঃ শামসুর রহমান বিশ^াস, সাংগঠনিক সম্পাদক মোঃ পিন্টু , প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান সরদার, দপ্তর সম্পাদক তপন কুমার, কোষাধক্ষ মোঃ আকতার হোসেন গাজী। এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মতিন শেখ, মোঃ আব্দুস ছাত্তার, মোঃ রফিকুল ইসলাম মোড়ল, মোঃ মনিরুল ইসলাম গাজী ও মোঃ মিলন সিকদার।

প্রিজাইডিং অফিসার এর দায়িত্বে থাকা ফুলতলা উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) মুহাঃ আবুল কাশেম বলেন সকাল ৮ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কোন প্রকার ঝামেলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে ফলাফল সন্ধ্যা পর্যন্ত বাজার এলাকা ও ভোটকেন্দ্রের আশপাশে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। ইর্ষ্টানগেট বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম।