UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মামুন খানের মৃত্যুতে জিএম কাদেরের শোক

ঊষার আলো
সেপ্টেম্বর ৬, ২০২২ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সদস্য ও সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মামুন খানের (৭২)  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক শোকবার্তায় জাপা চেয়ারম‌্যান মামুন খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে মামুন খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এছাড়া শোক জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।

শোকবার্তায় নেতারা বলেন, মামুন খান খুব ভালো মানুষ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় পার্টির কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি একজন অভিজ্ঞ সহযোদ্ধাকে হারালো যা সহসাই পূর্ণ হওয়ার নয়। জেলা জাতীয় পার্টি তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।মামুন খান নিউ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান।

ঊষার আলো-এসএ