UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনা সিপিবি’র সমাবেশে হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ

koushikkln
সেপ্টেম্বর ১০, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেত্রকোনা জেলার কমলাকান্দী উপজেলায় গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার কমলাকান্দী উপজেলা সিপিবি আয়োজিত সমাবেশে ছাত্রলীগ ও পুলিশি হামলার প্রতিবাদে শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সিপিবি খুলনা জেলা কমিটির উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এ রশীদ, মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমÐলীর সদস্য এইচ এম শাহাদাৎ, সুতপা বেদজ্ঞ, অশোক সরকার, চিত্তরঞ্জন গোলদার, এ্যাড. রুহুল আমিন, কিশোর রায়, সিপিবি নেতা অরুণা চৌধুরী, নিতাই গাইন, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, গাজী আফজাল, অধ্যাপক সঞ্জয় সাহা, হুমায়ুন কবির, শেখ আব্দুল হালিম, নীরজ রায়, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, শরীফুল ইসলাম সেলিম, সরোজ দাস পিন্টু, যুবনেতা আফজাল হোসেন রাজু, ধীমান বিশ্বাস, মৌফারশের আলম লেনিন, শাহ অহিদুজ্জামান জাহাঙ্গীর, মিঠুন মÐল, হরষিৎ মÐল, শৈশব কান্তি রায়, ছাত্রনেতা সৌরভ সমাদ্দার, সৌমিত্র সৌরভ, হুজাইফা আল আমিন প্রমুখ।

সমাবেশে বক্তারা নেত্রকোনা জেলার কমলাকান্দী উপজেলায় গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার কমলাকান্দী উপজেলা সিপিবি আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগ ও পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।