UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

koushikkln
সেপ্টেম্বর ১০, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সুন্দর ও সুঠাম শরীর গঠনে খেলাধুলার বিকল্প কিছু নেই। খেলাধুলা মনকে উৎফুল্ল করে তোলো, দুর করে মানসিক চিন্তা। খেলাধুলা শারীরিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জাতীয়তাবোধ সৃষ্টিতেও উদ্দীপ্ত করে তোলো, তাই যেন ছাত্র জীবনে খেলাধুলার চর্চা একান্ত আবশ্যক। এই ধারবাাহিকতায় নগরীর দৌলতপুরস্থ সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শুরু হওয়া ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি খুলনা ‘খ’ অঞ্চল (দৌলতপুর, খালিশপুর, খানজাহান আলী) এর আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার ও সমাপনী অনুষ্ঠান ১০ সেপ্টেম্বর (শনিবার) বিকালে বেগম মন্নুজান সুফিয়ান একাডেমিক ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা খুলনা অঞ্চল, খুলনার পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, খেলায় বিজয়ী হওয়া বড় কথা নয়, অংশ গ্রহন করাই বড় কথা। সুস্থ দেহ ও সুস্থ মন গড়ায় খেলাধুলার বিকল্প কিছুই নেই। মাদক নামক ব্যাধি হতে তরুন সমাজকে অবশ্যই খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমীন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু, উপস্থিত ছিলেন “খ” অঞ্চলের সম্পাদক থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রুমানাই ইয়াসমীন, থানা একাডেমিক সুপার ভাইজার কামাল হোসেন বিশ্বাস,সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল আমিন হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এমডি দোলোয়ার হোসেন, আয়শা সিদ্দিকা, রবিউল ইসলাম, জাহিদুজ্জামান, আমজাদ হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণ করা ২৬টি ফুটবল দল ও ১০টি কাবাডি দলসহ অন্যান্য প্রতিযোগীতার মধ্যে হতে ফুটবল (ছেলে) দলের বিজয়ীর খ্যাতি অর্জন করেছে নিউজ প্রিন্ট মাধ্যমিক বিদ্যালয়, রানার আপ সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়, ফুলবল (মেয়ে) দলের বিজয়ীর খ্যাতি অর্জন করেছে দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রানার আপ খানাবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাবাডী (ছেলে) দলের বিজয়ীর খ্যাতি অর্জন করেছেন সরকারি কেডিএ মাধ্যমিক বিদ্যালয়, রানার আপ সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়, কাবাডী (মেয়ে) দলের বিজয়ীর খ্যাতি অর্জন করেছে খানাবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রানার আপ ন্যালনাল মাধ্যমিক বিদ্যালয়, হ্যান্ডবল (ছেলে) দলের বিজয়ীর খ্যাতি অর্জন করেছে নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজ, রানার আপ খুলনা পাবলিক কলেজ, হ্যান্ডবল (মেয়ে) দলের বিজয়ীর খ্যাতি অর্জন করেছে নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজ, রানার আপ সরকারি কেডিএ মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠান শেষে প্রত্যেক বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।