UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিএনপির চার নেতা আটক

ঊষার আলো
সেপ্টেম্বর ১১, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানসহ চার নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। 

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক জানান, বিএনপির ইউনিয়ন ভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ শ্রীপুরে কর্মসূচি ছিল। পুলিশ সেখানে গিয়ে স্টেজ ভেঙে দিয়ে কর্মসূচিতে বাধা দেয়। পরে কর্মসূচি করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলে ব্যারিকেট দেয় পুলিশ। এসময় আটক করা হয় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক এস.এম হাফিজুর রহমান বাবু ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহিনুর রহমানকে।

সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, দক্ষিণ শ্রীপুরে নাশকতার অভিযোগে তারিকুল হাসানসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঊষার আলো-এসএ