UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় উন্নত জাতের মাল্টা উৎপাদনের কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ

koushikkln
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের মাল্টা উৎপাদনের কলাকৌশল বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় মঙ্গল ও বুধবার (১২-১৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ দুইদিনব্যাপী এর প্রশিক্ষণের আয়োজন করে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ও জাইকা প্রকল্পের ইউডিএফ মোঃ হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল। প্রশিক্ষণে ৭০জন মাল্টা চাষী অংশগ্রহণ করেন।