UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

koushikkln
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় সড়ক দুর্ঘটনায় সৈতুন বিবি নামে (৮০) এক অশীতিপর বৃদ্ধা নিহত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে নগরীর খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচে এ দুর্ঘনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রূপসা সেতু এলাকার বাসিন্দা গনি শেখের স্ত্রী সৈতুন বিবি। দুপুর ১টার দিকে রূপসা সেতুর নীচে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন দিক দিয়ে রাস্তা তিনি পার হচ্ছিলেন। চালক হঠাৎ ট্রাকটি চালু করে পেছনে আসলে তার গায়ের ওপর সেটি উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, ট্রাকটি স্থানীয়রা আটক করতে পারলেও চালককে আটক করতে পারেনি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।