UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় ভোক্তা অধিকারের অভিযানে ১০ ব্যবসায়ীকে জরিমানা

koushikkln
সেপ্টেম্বর ২১, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১০ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পাইকগাছা পৌর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার বিভাগীয় উপ-পরিচালক ইব্রাহীম হোসেন অভিযান পরিচালনা করেন।

এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করেন। যাদের মধ্যে মুদি ব্যবসায়ী স্বপন সাধুকে ১০ হাজার, ডিজিটাল ইউনানী ষ্টোরের মালিককে ৫ হাজার, মিতু ষ্টোরের মালিককে ২ হাজার, অন্যরকম হোটেল মালিককে ৫ হাজার, জুয়েল ড্রাগ হাউজ ৫ হাজার, পাইকগাছা ইউনানী দাওয়াখানা ৫ হাজার, তফেল ঔষধালয় ১০ হাজার, কালিমাতা মিষ্টান্ন ভান্ডার ২ হাজার, মুদি ব্যবসায়ী অতীষ ষ্টোরকে ৩ হাজার ও দধি ঘরকে ৫ হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল।