UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটে স্কেপ প্লাস্টিকস প্রজেক্ট’র নতুন গাড়ি উদ্বোধন

koushikkln
সেপ্টেম্বর ২২, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ÒSustainable Capacity building to reduce Irreversible Pollution by Plastics (SCIP Plastics Project) শীর্ষক গবেষণা প্রজেক্টের নতুন গাড়ির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কেপ প্লাস্টিকস প্রজেক্ট এর গাড়ি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ও সংশ্লিষ্ট প্রজেক্টের ডাইরেক্টর প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিশ^বিদ্যালয়ের দপ্তর প্রধানগণ, সংশ্লিষ্ট প্রজেক্টের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ এপ্রিল ২০২২ইং তারিখ হতে এই প্রজেক্টের কার্যক্রম শুরু হয়েছে এবং প্রজেক্টটির মেয়াদ আগামী ৩০ নভেম্বর ২০২৪ইং তারিখে শেষ হবে।