UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক খুবিতে সেমিনার 

koushikkln
সেপ্টেম্বর ২২, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের জীববিজ্ঞান স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে Modelling climate change impact on agriculture developing mitigation and adaptation strategies for sustaining agricultural production in Bangladesh (MCCA, CRP II, 2nd Phase)  প্রকল্পের আওতায় Effects of Climate Change on Crops-Fisheries-Livestock Sectors in Bangladesh শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

MCCA প্রকল্পের ডেপুটি কো-অর্ডিনেটর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি এন্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মোর্শেদুর রহমান।

স্বাগত বক্তব্য প্রদান করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন MCCA প্রকল্পের কো-অর্ডিনেটর ড. যতীশ চন্দ্র বিশ্বাস। সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আরিফুর রহমান খান।

সেমিনারে বক্তাগণ তাদের বক্তব্যে জলবায়ুর পরিবর্তনের ফলে কৃষিতে বিরূপ প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন হয়েছে বিধায় এবছর কৃষকদের সেচ দিয়ে আমন ধানের বীজতলা তৈরি করতে হয়েছে এবং পাট কাটার পর জাগ দেওয়ায় সমস্যার সম্মুখীন হতে হয়েছে। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের তীব্রতা, মাটি ও পানিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষিতে শস্য বিন্যাস পরির্তন ও প্রতিকূলতা সহিষ্ণু ও স্বল্প জীবনকাল সম্পন্ন জাতের শস্যের জাত উদ্ভাবন ও চাষ এখন সময়ের দাবি।
সেমিনারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাটি-ফসল, গবাদি পশু ও মাছের উৎপাদন টিকিয়ে রাখা এবং টেকসই কৃষি উৎপাদন নিশ্চিতে বিজ্ঞানীদের কাজ করার আহ্বান জানানো হয়। পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি মোকাবেলা করে যাতে উপকূলীয় অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।
বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অধিকতর গবেষণা ও দক্ষ ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ের এমএস ও পিএইচডি ছাত্র-ছাত্রীদের জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই বিষয়ে গবেষণা উৎসাহিত করণের লক্ষ্যে এ সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমএস ও পিএইচডি প্রোগ্রামের ৫০ জন শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের অধ্যাপক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন।