UsharAlo logo
মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোটি যুবককে বেকার রেখে দেশের প্রকৃত উন্নয়ন অসম্ভব : যুব ইউনিয়ন 

koushikkln
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা শাখার দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ২৪ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর গোলকমনি পার্কে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এ্যাড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সাবেক যুব ইউনিয়ন নেতা, কবি বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ডাঃ সাজেদুল হক রুবেল ও অ্যাড. মোঃ বাবুল হাওলাদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, প্রবীণ শ্রমিকনেতা এইচ এম সাহাদাৎ, মহানগর যুব ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন রাজু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক ধীমান বিশ^াস, সদস্য সচিব মৌফারশের আলম লেনিন, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কোটি যুবককে বেকার রেখে দেশের প্রকৃত উন্নয়ন অসম্ভব। দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচার, বিদেশী ঋণ নির্ভর, মুক্ত বাজার অর্থনীতি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। রাত্রিকালীন কথিত নির্বাচনের মাধ্যমে ভোট-ডাকাতি করে বর্তমান সরকার জাতির উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসে আছে। স্বাধীন মত প্রকাশে বাধা সচরাচার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ সুযোগে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। যা মুক্তিযুদ্ধের পক্ষে দেশ গঠনে একটি মারাত্মক হুমকি।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায়, প্রকৃত অর্থে বিজ্ঞানমনষ্ক, প্রগতিশীল রাষ্ট্র-সমাজ গড়ে তুলতে হলে যুব ইউনিয়নের মত প্রগতিশীল যুব সংগঠনকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, আত্মনির্ভরশীলতার পরিবর্তে বিদেশী ঋণনির্ভর অবকাঠামোগত উন্নয়ন প্রকৃত উন্নয়ন নয়। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, তা আত্মঘাতী। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় জাতি-রাষ্ট্র গঠনে সকলকে ভ‚মিকা রাখার আহŸান জানান। উদ্বোধনী সমাবেশ শেষে একটি সুসজ্জিত র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ অন্তে জেলা পরিষদ কার্যালয় এসে কাউন্সিল অধিবেশন শুরু হয়।