UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উভয় দেশের মানুষ বহুযুগ ধরে মিলে মিশে নানা উৎসবে মেতে ওঠে : ইন্দ্রজিৎ সাগর

koushikkln
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দ্রজিৎ সাগর বলেছেন, বাংলাদেশ ও ভারতের মানুষের ঐতিহ্য ও সংস্কৃতি প্রায় এক। এজন্য উভয় দেশের মানুষ বহুযুগ ধরে মিলে মিশে নানা উৎসবে মেতে ওঠে। একে অপরের আনন্দ ভাগাভাগি করে নেয়। এটা এক অনন্য ভাতৃত্বের বন্ধন। যা চলে আসছে অনন্তকাল ধরে।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরে শারদীয় দুর্গোৎসবের মহালয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ইন্দ্রজিৎ সাগর। এর আগে প্রদীপ প্রজ্জলন করে মহালয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রতন কুমার নাথ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন এ স্টেট অব শ্রী সত্যনারায়ন মন্দিরের নির্বাহী ট্রাস্টি ও মহানগর পূজা পরিষদের সাবেক সভাপতি গোপী কিষাণ মুন্ধড়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির সদস্য ও খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐু, শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি স্বামী ধর্মানন্দাজী মহারাজ, মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অরবিন্দ সাহা, সহ-সভাপতি অধ্যাপক তারক চাঁদ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ^জিৎ দে মিঠু, সম্পাদক মÐলী সদস্য সাংবাদিক বিমল সাহা, সাংবাদিক প্রবীর বিশ^াস, তাপস কুমার সাহা, সাধন কুমার ঘোষ, উজ্জল গাঙ্গুলী, সুজিত কুমার মজুমদার, সুরেশ চক্রবর্তী, মন্দির কমিটির অশোক ঘোষ, দুলাল সরকার, সন্তোষ মজুমদার, স্বপন মন্ডল, জয় মন্ডল, নারায়ন দাস, সাধন রায়, পরিমল রায়, পরিমল দাস, তাপস তালুকদার, অনুপ সরকার, মহেশ চক্রবর্তী, সবিতা মজুমদার, সন্ধ্যা বিশ^াস, নূপুর দাস, মুক্তি চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শ্রীশ্রী চÐিপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে আহবান জানানো হয়। এরপর দেবী দুর্গার আগমনী সঙ্গীত, নৃত্যানুষ্ঠান ও মহালয়ার বিশেষ নৃত্য নাটিকা ‘মহিষাসুর মর্দিনী মা দুর্গা’, পিতৃ পুরুষদের আত্মার শান্তি কামনায় শ্রদ্ধাঞ্জলি ও পিতৃতর্পন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

ঊআ-বিএস