UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় করোনায় মৃত্যু ২, শনাক্ত ৯৬

ঊষার আলো
এপ্রিল ২১, ২০২১ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনার এই দ্বিতীয় ঢেউয়ে খুলনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই দিন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৬ জন।
২০ এপ্রিল মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- খুলনা মহানগরীর খালিশপুর থানার কোহিনুর মোড়ের জাকির হোসেন (৭০) এবং একই থানার চরের হাট স্কুল ক্রস রোডের মাহফুজা ইসলাম (৬০)।
জানা গেছে, জাকির হোসেন করোনা আক্রান্ত হলে ১৮ এপ্রিল এবং মাহফুজা ইসলামকে ১২ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জাকির হোসেন এবং মঙ্গলবার বেলা ১১টায় মাহফুজা ইসলামের মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ বলেছেন, মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭৮টি নমুনা পরীক্ষার পর ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৫৭ জন রয়েছে। এ ছাড়া বাগেরহাটের ২৭ জন, যশোরের ১ জন, সাতক্ষীরার ২ জন, নড়াইলের ২ জন, পিরোজপুরের ২ জন, ঢাকার ২ জন, গোপালগঞ্জের ১ জন, বগুড়ার ১ জন এবং দিনাজপুরের ১ জন রয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)