UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিটি মেয়রের শুভেচ্ছা বাণী

koushikkln
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আবহমানকাল থেকে হিন্দু ধর্মালম্বীরা এ দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উৎসবমুখর পরিবেশে সার্ব্বজনীন দুর্গোৎসব পালন করে আসছেন যা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।

শুভেচ্ছা বাণীতে তিনি আরো বলেন, বোধনের মাধ্যমে পশু শক্তির বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই দুর্গা পূজার মূল সুর। তাই দুষ্টের দমনের পাশাপাশি বিশ্বজনীন শান্তির প্রত্যাশায় দুর্গোৎসব পালিত হয়। পাশাপাশি দুর্গোৎসব প্রতি বছর বয়ে আনে আনন্দ ও শান্তির বারতা। শান্তির এই অমীয় ধারায় সৌহার্দের মেল বন্ধনে এ দেশে গড়ে উঠেছে অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতি যা জাতি হিসেবে আমাদের করেছে গর্বিত।

দুর্গোৎসবের আনন্দ ও চেতনা সকলের মাঝে প্রীতি ও ভালোবাসা জাগ্রত করুক,  পারস্পারিক ঐক্যের বন্ধন হোক আরো সুদৃঢ়, অম্লান হোক সুখ-সমৃদ্ধি, অসত্য ও অসুন্দরের বিরুদ্ধে নিবেদিত হোক সকল প্রয়াস, সনাতন ধর্মালম্বীদের আনন্দ উৎসবে সিটি মেয়র এ প্রত্যাশা ব্যক্ত করেন।