UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নগর যুবলীগের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ

koushikkln
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রধানমন্ত্রী ও  আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ ও স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।
এ সময় তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই ভবিষ্যত সুখী সমৃদ্ধ বাংলাদেশের কারীগর। সংকটে, সংগ্রামে, মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। পৃথিবীর ইতিহাসে কোন বিরোধীদলের সাজাপ্রাপ্ত নেতাকে জেলে না রেখে নিজ বাড়ীতে থাকার সুযোগ করে দেয়নি কোন সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতিমের টাকা চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামী খালেদা জিয়াকে সে সুযোগ দিয়েছে। তারপরও বিএনপি নেতারা নিলর্জের মত মিথ্যাচার করে যাচ্ছেন। মিথ্যাচার করে, সন্ত্রাস করে, জঙ্গিবাদকে উস্কে দিয়ে শেখ হাসিনার জয়যাত্রাকে বাধা দেওয়া যাবে না। বিএনপি নেতাদের দিবা স্বপ্ন বাস্তবে দুঃস্বপ্নে পরিনত করা হবে।
এ সময় তিনি সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মানবিক কার্যক্রম পরিচালনার জন্য নগর যুবলীগের নেতৃবৃন্দদের প্রশংসা করেন।
এছাড়াও সিটি মেয়র নিজেও কার্ডিওলজিস্ট ডাঃ ফয়সাল আলম এর হার্ট ও পেশার চেকআপ করান।
নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মেডিকেল কলেজের বøাড ট্রান্সমিশন বিভাগ পরিচালনা কমিটির সদস্য সচিব ডাঃ জিল্লুর রহমান তরুন, খুলনা মেডিকেল কলেজের কার্ডিওলজিস্ট ডাঃ ফয়সাল আহমেদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার, বিএমএ এর সদস্য ডাঃ ফিরোজ হাসান, বিএমএ খুলনা জেলা শাখার প্রচার সম্পাদক ডাঃ সাইফ মানসুর, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডাঃ হিমেল ঘোষ, ডাঃ সৈকত ঘোষ, ডাঃ কামরুল, ডাঃ তানভীর, ডাঃ ইমাম, ডাঃ তিথি, ডাঃ রাজু, ডাঃ রাদিয়া আফরিন, ডাঃ মাধব, ডাঃ প্রিতম স্বাক্ষর চক্রবর্তী, ডাঃ রাব্বী।
এছাড়াও উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা সওকত হোসেন, কবীর পাঠান, রাশেদুল ইসলাম রাশেদ, অভিজিৎ পাল, ইলিয়াস হোসেন লাবু, জামিল আহমেদ সোহাগ, ইমরুল ইসলাম রিপন, নগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, মাহমুদুল হাসান শাওন, মেহেদী হাসান, রফিকুল ইসলাম রফিক, মাহামুদুর রহমান রাজেস, হিরন হাওলাদার, জনি বসু, সাগর মজুমদার, ওহেদুর বনি, আশিফুল ইসলাম দীপ, সৈকত দাস, রাহুল প্রমুখ।