ঊষার আলো ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ দুর্গোৎসবের মহানবমীতে মঙ্গলবার (০৪ অক্টোবর) খুলনা মহানগরের বিভিন্ন দুর্গাপূজা মন্প পরিদর্শন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মহানগরের আর্য্য ধর্মসভা, সিমেট্রি রোড (সাহেবের কবরখানা), পঞ্চবিথি পূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় পূজা কমিটির নেদৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিপিবি খুলনা মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমÐলীর সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ, সিপিবি নেতা কমরেড বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, কমরেড ফজলুল হক, কমরেড বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, কমরেড নীরজ রায়, কমরেড জাকির হোসেন, যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, খুলনা জেলা সাধারণ সম্পাদক মৌফারশের আলম লেনিন, যুবনেতা ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, ছাত্রনেতা হুজাইফা আল আমিন প্রমুখ।