ঊষার আলো প্রতিবেদক : নগরীর সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র বড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে জুতা পট্রির বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। বুধবার (০৫ অক্টোবর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিজয়া দশমীর কারণে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি বাজারের শ্রমিকরা তাদের সাথে রয়েছেন।