UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩০০ কোটি ডলারের সুপারকম্পিউটিং সেন্টার স্থাপন করবে চীন

usharalodesk
এপ্রিল ২১, ২০২১ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চলতি বছরের শেষের দিকে মহাশূন্যর প্রাপ্ত সকল তথ্য গবেষণার জন্য ৩০০ কোটি ডলার ব্যয়ে সুপারকম্পিউটিং সেন্টার স্থাপন করবে চীনের সাউদার্ন স্পেস পোর্ট ওয়েনচাং। ২০২২ সাল হতে মহাকাশ এবং সমুদ্র ক্ষেত্রের পাশাপাশি দেশের বাণিজ্য ক্ষেত্রেও বিশাল ডাটা সার্ভিস প্রদান করবে এই সেন্টারটি।

এছাড়া দেশটির সরকার উৎক্ষেপণের চাহিদার ভিত্তিতে হাইনানে বাণিজ্যিক স্পেস তৈরির কথাও জানায়। চীনের লক্ষ্য হল পরবর্তী দশকের মধ্যেই বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ। এটির মাধ্যমে কয়লা রফতানি প্রক্রিয়ায় নজরদারি করার জন্য এয়ারক্রাফটে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করা সম্ভব যাবে। কাজেই চীনকে একসাথে স্যাটেলাইট বহনকারী বড় রকেট এবং উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করতে হবে।

প্রসঙ্গত, চীনের বর্তমানে ৪টি উৎক্ষেপণ কেন্দ্র আছে। এর ৩টি ইনল্যান্ডে ও একটি হাইনান প্রদেশের ওয়েনচাংয়ে।

(ঊষার আলো-এফএসপি)