ঊষার আলো ডেস্ক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে নগরীর দৌলতপুরে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।
টিমটি দৌলতপুর বিভিন্ন এলাকা-বাজারে তদারকি করে। তারা দৌলতপুর পাবলা এলাকায় তদারকি করে অবৈধ্য প্রক্রিয়ায় নকল রোবো আইসক্রিম তৈরি করায় কইয়ুম এর আইস বারকে ১০ হাজার টাকা, মূল্য বিহীন-মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য রাখায় মিঠুন স্টোরকে ৩ হাজার টাকা, জাহান ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মূল্য বিহীন বিদেশী কসমেটিকস রাখায় অন্তর স্টোরকে ২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট আদায়কৃত জরিমানার পরিমাণ বিশ হাজার টাকা।
অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদেও ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।