UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ বেহুন্দি জাল জব্দ

koushikkln
অক্টোবর ১৪, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। চিংড়ি পোনা নদীতে অবমুক্ত ও এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-ফাঁড়ী পুলিশ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিনভর উপজেলার শিবসা নদী ও মিনহাজ এবং শান্তা বাজারে অভিযার পরিচালনা করেন। এসময় নদী থেকে ৩ লক্ষ টাকা মুল্যের বেহুন্দি জাল ও বিপুল পরিমাণ চিংড়ি পোনা জব্দ করেন। এছাড়া মিনহাজ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করেন।

পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং চিংড়ি পোনা নদীতে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, নৌ-পুলিশের এস আই আব্দুর রহিম, উপজেলা সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, সম্পসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।