ফুলবাড়ীগেট প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানার পথের বাজার চেকপোষ্টে ১ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারী ফুলবাড়ীগেট সেনপাড়া এলাকার হোসেন শেখ এর পুত্র সোহেল ওরফে মোহাম্মদ (৩৬)।
এ ঘটনায় খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে মামলা নং-০৮ তাং-১৪/১০/২০২২ ইং ।
খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন খান জানান, পথের বাজার চেকপোষ্টে নিয়মিত তল্লাশী চলাকালে শুক্রবার (১৪ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে খুলনা-যশোর মহাসড়ক দিয়ে ফুলতলার দিক থেকে আশিক-সাগর পরিবহনের বাস পথের বাজার চেকপোস্ট অতিক্রম করাকালে চেক করার জন্য থামানো হয়। তখন বাস থেকে আটককৃত মাদক কারবারী বাসের জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চেকপোস্ট ইনচার্জ এসআই রাকিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করে। এসময় তাঁর কাছ থেকে নীল রংয়ের পলিব্যাগের মধ্যে রক্ষিত বাদামী রঙের স্কচটেপ দ্বারা পেচানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করে।