UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গণবিজ্ঞপ্তি

koushikkln
অক্টোবর ১৬, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

তথ্য বিবরণী (১৬ অক্টোবর): খুলনা জেলা পরিষদ নির্বাচন, ২০২২ উপলক্ষ্যে নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্রের আশেপাশে কতিপয় নৌ-যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১৬ অক্টোবর তারিখ দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৭ অক্টোবর দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, স্পিড বোট ও ইঞ্জিন চালিত সকল ধরণের নৌ-যান চলাচলের ওপর নিষেধাজ্ঞারোপ করা হয়েছে। তবে ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌ-যান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌ-যান নিষেধাজ্ঞা বহির্ভূত থাকবে।

উল্লিখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরিসেবা যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য     নৌ-যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। সে সাথে ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে সকল নৌ-যান চলাচলের ক্ষেত্রে এবং দূর পাল্লার নৌ-যান চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এছাড়া ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১৬ অক্টোবর তারিখ দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৭ অক্টোবর দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় ট্রাক ও পিক আপ চলাচলের ওপর নিষেধাজ্ঞারোপ করা হয়েছে। একই সাথে ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় ১৪ অক্টোবর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৮ অক্টোবর সকাল ছয়টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞারোপ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।