ঊষার আলো ক্রীড়া প্রতিবেদক : খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং বসুন্ধরা গ্রæপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। প্রথম পর্ব শেষে ৪টি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করেছে। দলগুলো হলো ম্যানসিটি, সান স্পোটিং, বয়রা সবুজ সংঘ ও বিকেএসপি।
সোমবার (১৭ অক্টোবর) নগরীর আটরা গিলাতলা আফিল গেটস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয় পেয়েছে রেডসান ক্লাব, ইয়ং আবাহনী ক্রীড়া চক্র ও বয়রা সবুজ সংঘ।
দুপুর পৌনে ১টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করে রেডসান ক্লাব বনাম সুর্যমুখী ক্রীড়া চক্র। খেলায় রেডসান ক্লাব ৩-০ গোলে সুর্যমুখী ক্রীড়া চক্রকে পরাজিত করে। খেলার ৮ মিনিটের সময় ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় রবিউল গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। ১১ মিনিটের সময় ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় ইব্রাহিম দ্বিতীয় গোল করেন (২-০)। ১৩ মিনিটের সময় ১৩নং জার্সি পরিহিত খেলোয়াড় পারভেজ দলের স্কোর (৩-০) করে। ৩ গোলে পিছিয়ে পড়ে দুর্বল হয়ে যায় সুর্যমুখী ক্রীড়া চক্র। খেলার শেষ পর্যন্ত কোন গোলের দেখা না পেয়ে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। খেলায় রেফারী ছিলেন নাজমুল ইসলাম, তকদির হোসেন, তৌকির আহমেদ ও কামরুল আযম বাবু।
দুপুর আড়াইটায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ইয়ং আবাহনী ক্রীড়া চক্র ও ইয়ং ব্রাদার্স ইউনিয়ন। খেলায় ইয়ং আবাহনী ক্রীড়া চক্র ২-১ গোলে ইয়ং ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। খেলার ১৮ মিনিটের সময় আবাহনীর ২৬নং জার্সি পরিহিত খেলোয়াড় হাবিব গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। ৩৪ মিনিটের সময় ব্রাদার্সের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব গোল করে খেলায় সমতা আনে। সমতা নিয়ে বিরতীতে যায় উভয় দল। বিরতী থেকে ফিরে উভয় দলই জয়ের আশায় আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। খেলায় ৩৮ মিনিটে আবাহনীর ১৬নং জার্সি পরিহিত খেলোয়াড় উজ্জ্বল দলের পক্ষে জয়সুচক গোলটি করেন। খেলায় রেফারী ছিলেন মোক্তার হোসেন মিঠু, জাকির হোসেন, আবু বক্কর ও তৌকির আহমেদ।
বিকেল ৪টায় দিনের তৃতীয় ম্যাচে লড়াই করে শক্তিশালী বয়রা সবুজ সংঘ এবং এজাজ ফুটবল একাডেমি। খেলায় বয়রা সবুজ সংঘ ২-০ গোলে এজাজ ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলাটি প্রথমার্ধে গোলশুণ্যে ভাবে শেষ হয়। বিরতী থেকে ফিরে উভয় দলই জয়ের আশায় আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। খেলায় ৪৪ মিনিটে বয়রার ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় সবুজ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। ৪৯ মিনিটের সময় ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় জুবায়ের দ্বিতীয় গোল করেন (২-০)। খেলায় রেফারী ছিলেন পারভেজ আলম, সিদ্ধার্থ সরকার, আবু বক্কর ও তৌকির আহমেদ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেএসপি মাঠে সুপার ফোর এর ২টি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করবে ম্যানসিটি ক্লাব বনাম বিকেএসপি। বিকেল ৩টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বয়রা তরুন সংঘ ও সান স্পোটিং ক্লাব। মাঠের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।