ঊষার আলো ডেস্ক : ‘বৈষম্যহীন সাম্প্রদায়িকমুক্ত জীবনমুখী শিক্ষা ব্যবস্থা চালু কর’ শীর্ষক স্লোগানের আলোকে আগামী ২২ অক্টোবর শনিবার বাংলাদেশ ছাত্র মৈত্রী খুলনা জেলা কমিটির ২০তম সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় গোলকমণি শিশু পার্কে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক অতুলন দাস আলো।
বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা ঃ অর্জন ও বাস্তবতা’ প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন বি এল কলেজের সহযোগী অধ্যাপক শঙ্কর কুমার মল্লিক। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য ও সাবেক ছাত্র নেতা কমরেড মোস্তফা আলমগীর রতন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা সভাপতি কমরেড এ্যাড. মিনা মিজানুর রহমান ও খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্র মৈত্রী খুলনা জেলা সভাপতি বিকাশ চন্দ্র ম-ল। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ছাত্র মৈত্রী খুলনা জেলা কমিটির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
২য়পর্বে বেলা ২:৩০টায় সংগঠন কার্যালয়ে কাউন্সিল অধিবেশন শুরু হবে।