UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

 খুলনায় জাপার রওশনপন্থীরা তৎপর

koushikkln
অক্টোবর ১৯, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ নভেম্বরে কাউন্সিল ডাকায় নেতা-কর্মীরা নড়ে বসেছে। স্থানীয় রওশনপন্থীরাও বেশ তৎপর। তারা সাবেক ও দলত্যাগী নেতাদের কুড়ানোর কাজে ব্যস্ত।

ব্যাংককে চিকিৎসাধীন রওশন এরশাদকে ঘিরে নতুন তৎপরতা শুরু হয়েছে। এর অংশ হিসেবে আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠেয় দশম সম্মেলন উপলক্ষে আট সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রওশন নিজেকে আহŸায়ক ও দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীহকে সদস্য সচিব করেছেন। যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই সম্মেলন আহŸানকে গঠনতন্ত্র পরিপন্থী বলে দাবি করেছেন।

স্থানীয় একটি সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোক্তার হোসেন, কেন্দ্রীয় সদস্য এড. এস এম মাসুদুর রহমান ও নগর শাখার সাবেক সদস্য সচিব মোল্লা শওকাত হোসেন বাবুল ইতিমধ্যে রওশনপন্থী বলে পরিচিত পেয়েছে।

কেন্দ্রীয় সদস্য এড. এস এম মাসুদুর রহমানের প্রত্যাশা জেলা ও নগর পর্যায়ের অধিকাংশ সদস্যের সমর্থন রওশন এরশাদের পক্ষে। যে লাঙ্গলের মালিক তার পক্ষে এরশাদ প্রেমিকরা। তার বিশ্লেষণে ২৬ নভেম্বরের কাউন্সিল গঠনতন্ত্র অনুযায়ী বৈধ। প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের ভক্তরা নভেম্বরের কাউন্সিলে যোগ দেবে।

তিনি বলেন, ইতোমধ্যে সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাসকে আহবায়ক ও মোল্লা শওকত হোসেন বাবুলকে সদস্য সচিব করে নগর জাপা এবং সাবেক সংসদ সদস্য মোক্তার হোসেনকে আহবায়ক ও কেন্দ্রীয় সদস্য এড. এস এম মাসুদুর রহমানকে সদস্য সচিব করে জেলা জাপার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন রওশন এরশাদ। এ কমিটির নেতৃত্বে খুলনায় সাংগঠনিক কাজ চলছে। সম্মেলনে যোগ দেয়ার জন্য খুলনা থেকে ৪০টি বাস যাবে। সব মিলিয়ে দেড় থেকে ২ হাজার নেতা-কর্মী সম্মেলনে যোগদান করবে বলে তিনি আশাবাদী। সেইভাবেই প্রস্তুতি চলছে বলে তিনি জানান।