UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতির মাঠে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে বিএনপিকে

koushikkln
অক্টোবর ২১, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: বিএনপির দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গীবাদ এবং মিথ্যাচারের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নগর ও জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। সমাবেশ থেকে বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করার ডাক দিয়েছেন বক্তারা।
শুক্রবার (২১ অক্টোবর) বিকালে নগরীর শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। এ সময় নগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও  জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী,  খুলনা ০৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগ নেতা বি এম এ সালাম, জামাল উদ্দিন বাচ্চু, জেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামাল, নগর আওয়ামী নেতা আলী আকবর টিপু, ফারুক হাসান হিটলু, জাহাঙ্গীর হোসেন খান,  হাফেজ মোঃ শামীম, অসিত বরন বিশ্বাস,তসলিম আহমেদ আশা, খায়রুল ইসলাম, আজগর বিশ্বাস তারা, অমিয় অধিকারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ই বাপ্পি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
মিছিলটি নগরীর শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এস শেষ হয়।