ঊষার আলো ডেস্ক: ঘুর্ণিঝড় সিত্রাং বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনে কন্ট্রোল রুম খোলাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সোমবার বিকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলানায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না সভায় সভাপতিত্ব করেন।
সভায় গৃহীত সতর্কতামূলক কর্মসূচির মধ্যে আরো রয়েছে নগরীতে মাইকিং করা, ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন, স্কুল কলেজ সমূহে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা। ঘুর্ণিঝড়ে রাস্তায় গাছ পড়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা তাৎক্ষনিক অপসারণ করাসহ বিভিন্ন প্রস্তুতি গ্রহণ ইত্যাদি। নগরবাসী প্রয়োজনে নগর ভবনে স্থাপিত কন্ট্রোল রুমের ০২৪৭৭-৭২৪৪০৪ ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সভা পরিচালনা করেন কেসিসি’র সচিব মোঃ আজমুল হক। সভায় কেসিসি’র কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কবির হোসেন কবু মোল্লা, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, মোঃ ডালিম হাওলাদার, মোঃ মাহফুজুর রহমান লিটন, মুন্সী আব্দুল ওয়াদুদ, শেখ মোশারফ হোসেন, শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ হাফিজুর রহমান মনি, মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, মোঃ আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগব, রহিমা আক্তার হেনা, শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ ও মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালাদার, মেডিকেল অফিসার ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, স্থপতি রেজবিনা খানম রিক্তা, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, শিক্ষা ও সংস্কৃতি কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঊআ-বিএস