UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সাংবাদিক আবু তৈয়বের জামিন না মঞ্জুর

ঊষার আলো
এপ্রিল ২২, ২০২১ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়বের জামিন না মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে খুলনা মহানগর হাকিম (সিএমএম) সরোয়ার আহমেদের ভার্চুয়ালী আদালতে জামিন শুনানী অনুষ্ঠিত হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে তাকে পুন:রায় কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এরআগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার আবু তৈয়বকে বুধবার সকাল ১০টার দিকে খুলনা মহানগর হাকিমের (সিএমএম) ভার্চুয়াল আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত দু-তিন দিন ধরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক আবু তৈয়ব খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা খবর ও কুৎসা প্রচার করে। এতে তার দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  এঘটনায় মঙ্গলবার বিকাল ৪টায় খুলনা থানায়  সাংবাদিক আবু তৈয়বের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন খুলনার সিটি মেয়র । ওই মামলায় মঙ্গলবার রাত ১০টায় নগরীর নূর নগর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে খুলনা থানা পুলিশ ।

(ঊষার আলো-আরএম)