UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার দৌলতপুরে অতিরিক্ত দামে চিনি বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা

pial
অক্টোবর ২৫, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে মঙ্গলবার সকালে খুলনার দৌলতপুর বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।

টিমটি দৌলতপুর বাজারে তদারকি করে অতিরিক্ত দামে খোলা চিনি বিক্রয় ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় (৯০ টাকার পরিবর্তে ১০৫-১১০/-বিক্রয়) করায় শরীফ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, ইমন স্টোরকে ৫ হাজার টাকা, সবুজ স্টোরকে ১৫ হাজার টাকা, ডি কে এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

অভিযানে সর্বমোট আদায়কৃত জরিমানার পরিমাণ সত্তর হাজার টাকা। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদেও ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন দৌলতপুর থানা পুলিশ, খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

(ঊষার আলো-এফএসপি)